1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

বাগেরহাটের কচুয়ায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাটে জেলা প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের পাশে আব্দুর রাজ্জাকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে প্রথমে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা পরে বাধাল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এ হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় অর্থ কোটি টাকার ক্ষতি করে। 

আব্দুর রাজ্জাক জানান, আমি দীর্ঘদিন ধরে বাধাল  বাজারে ডিসের ব্যবসা করে আসছি। আমার ছেলে নাঈম বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এইস সেলিমের গ্রুপে রাজনীতি করায় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বিএনপি নেতা রাসেলের নেতৃত্বে স্থানীয় জুয়েল, বিল্লাল, শাওনসহ ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমার বসতবাড়ির জানালার গ্লাস, সিসি ক্যামেরা ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে সন্ত্রাসীরা আমার ছেলের নামে প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কম্পিউটার, ল্যাপটপ, প্যাড, মোবাইলসহ সকল মালামাল ভাঙচুর করে। এ সময় তারা দোকানে থাকা মনিটর, নতুন একটি ল্যাপটপ ও নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

এ ঘটনায় তিনি সন্ত্রাসীদের সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি। 

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম মুঠোফোনে বলেন, ভাঙচুরের ঘটনা জেনেছি।  এখনো কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝