হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাংলাদেশ হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন খুলনা অতিরিক্ত ডিআইজি পদে (পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার জনাব মোঃ জাকারিয়ার নির্দেশনায় মাদ্রাসা ঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সড়ক ও যানবাহন পরিদর্শক ওসি মোঃ নুরুজ্জামান চানুর তত্ত্বাবধানে ঝড়ের কবল থেকে সড়ক ও যানবাহনের নিরাপত্তার তাগিদে সর্বক্ষণ নিয়োজিত থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ঝরে পড়ে যাওয়া গাছ কেটে অচল সড়কে সচল করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন এ সময়ে উপস্থিত ছিলেন মাদ্রাসা ঘাট হাইওয়ে থানার এসআই ফিরোজ আহমেদ, কনস্টেবল ইমরান মোল্লা, কনস্টেবল নজরুল ইসলাম, কনস্টেবল ইমাম হাসান, কনস্টেবল আল মামুন, বাংলাদেশ হাইওয়ে পুলিশ মোল্লারহাট মাদ্রাসা ঘাট হাইওয়ে থানার সহযোগিতায় বিভিন্ন স্থানে ঝরে পড়ে যাওয়া গাছ কেটে সড়কে সচল রাখার তাগিদে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রেখেছেন তারই সুবাদে ঝড়ের কবলে পড়া বিভিন্ন গাড়ির ড্রাইভার এবং ঝড়ের কবলে পড়া যাত্রীরা বাংলাদেশ হাইও পুলিশের সকল সদস্যকে সাধুবাদ জানিয়েছেন।