মো:শফিকুল ইসলাম (শফিক)
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বিদেশ নেওয়ার কথা বলে টাকা আত্মসাতের ঘটনায় দুই জনকে আসামি করে আদালতের একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোখলেছুর রহমান বাদি হয়ে গত ২১ শে অক্টোবর মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৃত ফজলুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান জাফর (৪৬) ও তার স্ত্রী বিলকিস বেগমকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেন। পরে বিলকিস বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, মামলার আসামী মিজানুর রহমান জাফর তার স্ত্রী বিলকিস বেগম মামলার বাদি মোখলেছুর রহমানের ছেলেকে দুবাইতে কাজের ভিসা দিয়ে নিয়ে যাবার প্রস্তাব করেন। সেই প্রস্তাবে মোখলেছুর রহমান সম্মতি দেন এবং মিজানুর রহমান জাফর ও তার স্ত্রীর সাথে ৫ লাখ টাকা ধার্য্য করা হয়। এরপর মোখলেছুর রহমান তাদেরকে দুইবারে প্রথমে ২ লাখ এবং পরে ৩ লাখ মোট ৫ লাখ টাকা দেন। পরে তারা মোখলেছুর রহমানকে একটি ভিসা প্রদান করে। মোখলেছুর রহমান সেই ভিসা অনলাইনে চেক করে দেখতে পান, ভিসাটি অন্যের পাসপোর্ট নাম্বার দিয়ে জাল ভিসা তৈরি করা। এরপর মোখলেছুর রহমান তার ৫ লাখ টাকা মিজানুর রহমান জাফর ও তার স্ত্রীর কাছে ফেরত চায়। কিন্তু তারা টাকা না দিয়ে আগামী দুই মাসের মধ্যে মোখলেছুর রহমানের ছেলেকে দুবাইতে কাজের ভিসা দিয়ে নিয়ে যাবে এবং না নিতে পারলে সকল টাকা ফেরত দেবে বলে একটি অঙ্গীকারনামা করেন। পরে দুই মাস সময় অতিবাহিত হইলেও মোখলেছুর রহমানের ছেলেকে দুবাই না নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা করতে থাকে মিজানুর রহমান জাফর ও তার স্ত্রী। পরে এ ঘটনায় তাদেরকে আসামি করে মোখলেছুর রহমান মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামীম আহমেদ বলেন, এ মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।