1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থি : ছাত্রদল সাধারণ সম্পাদক 

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

 

তানজিদ শাহ জালাল ইমন

ববি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধকে অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থি বলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

আজ মঙ্গলবার দুপুর ২টায় (১ অক্টোবর)  বরিশাল বিশ্ববিদ্যালেয় ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দিবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী। সাধারণ শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে যারা সোচ্চার নয় ,তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ একই সাথে ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্প্রিটের সাথে সাংঘর্ষিক।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের খুব কাছাকাছি থাকার চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীদের কাছাকাছি থাকতে পারেনি। আপনি জানেন যে, একটি লেজেরভিত্তিক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ও দখলদারিত্ব চালিয়েছে। ছাত্রলীগের দোষররা জুলাই ও আগস্টে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন একটি স্বাভাবিক সময় এসেছে,  সাধারণ  শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ-আলোচনা চলমান রয়েছে , যারা ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং যারা অতীতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছে তাদেরকে একটি সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে আসবো। বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল জেলা, মহানগর, কলেজ গুলোসহ সকল ইউনিটে আমরা সাংগঠনিকভাবে ঢেলে সাজাবো এবং সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে আসবো। এ বিষয়ে আমাদের কাজ চলমান রয়েছে এবং সাংগঠনিক রিপোর্ট তৈরি করে আমরা দ্রুতই এই কাজ শেষ করতে পারবো বলে আশাবাদী।

৫ আঘষ্টের গনঅভ্যুত্থানের সাথে তাল মিলিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করতে তৃণমুল পর্যায়ের শিক্ষার্থীদের থেকে জনমত গঠন করছে ছাত্রদল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে গিয়ে শিক্ষার্থীদের ইতিবাচক ছাত্র রাজনীতি সম্পর্কে মতামত গ্রহণ করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ববিতেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ও ছাত্র রাজনীতি সংস্কার সম্পর্কে মতামত জানতে চান তিনি।

এ সম্পর্কে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছিরর উদ্দীন নাছির বলেন, আমরা ছাত্র রাজনীতি শুভ সূচনা করতে চাই। ছাত্র সমাজ থেকে যে ছাত্র রাজনীতি বিনির্মানের দাবী উঠেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। গত ১৬-১৭ বছর ছাত্রলীগের যে লেজুড় ভিত্তিক ও দখলদারি রাজনীতি করেছে তার বিপরীতে আমরা একটি শিক্ষার্থী বান্ধব ইতিবাচক রাজনীতি করতে চাই।এতোদিন গেস্ট রুম কালচার, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, ছিনতাই, ধর্ষন চলেছে রাজনীতির নামে।এরকম রাজনীতি ছাত্রসমাজ চিরতরে প্রত্যাখ্যান করেছে। কিভাবে আমরা ইতিবাচক রাজনীতি করতে পারি সে ব্যাপারে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা একটি ইতিবাচক রাজনীতির রুপরেখা আমাদের দিবে। আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে।

 

ছাত্রলীগের রাজনীতি করা নিয়ে তিনি বলেন,  গত জুলাই ও আগষ্ট এই দুই মাসে গণহত্যা ও নির্যাতনের পরে ছাত্ররা ছাত্রলীগের রাজনীতি মেনে কি না এটাই এখানে আসল প্রশ্ন। দীর্ঘ সময় ধরে তারা ক্যাম্পাসে হল দখল, গেষ্ট রুম সহ নানা অনৈতিক কাজ করছে। স্বৈরাচারের পতনের পর থেকে এই দুই মাসে আমরা চেষ্টা করছি ছাত্রকল্যাণ রাজনীতি করার এবং ছাত্রলীগ যেনো আবার কোনো ক্যাম্পাসে না ফিরতে না পারে সেই চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝