1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

বীরগঞ্জের গোলাপগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক বিক্রির দায়ে সুহিদা খাতুন (২৩) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও মাদক ক্রয় করার অপরাধে আব্দুল রব নামে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২৬ জুন বুধবার পৌর শহরের গোলাপগঞ্জ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মইনুল ইসলাম।সাজাপ্রাপ্তরা হলো, সহিদা খাতুন (২৩) উপজেলার পৌর শহর গোলাপগঞ্জ মোড় এলাকার রুবেল ইসলামের স্ত্রী।স্থানীয়রা জানান, গোলাপগঞ্জ মোড় থেকেই উপজেলা বিভিন্ন ইউনিয়নে মাদক ছড়িয়ে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত তরকারির মতো বিক্রি করে বিভিন্ন ধরনের মাদক। কিন্তু স্থানীয়রা প্রতিবাদ করলে ঝাঁপিয়ে পড়ে তারা সবাই মিলে তাই কেউ কিছু বলে না।
স্থানীয়রা আরও জানান, এর আগে এখানে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার যারা ছিলেন কেউ এমনভাবে দোকানে অভিযান দেয়নি। গোলাপগঞ্জ মোড়ে অভিযান দেওয়ার কথা শুনে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর প্রতি।
অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবারও গোলাপগঞ্জ মোড়ে গিয়ে মাদক ক্রয় করতে আসা জগদল হাটপুকুর এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুর রবকে (৪০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। উপজেলাকে মাদকমুক্ত করতে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগও করা হচ্ছে। মাদকমুক্ত উপজেলা গড়তে স্থানীয়দের সহায়তা কামনা করি। মাদক নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝