বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সৈয়দপুর কল্যানী আলহাজ্ব আইন উদ্দিনের কলা বাগান থেকে সাড়ে তিন বছরের মোস্তফা আবরার রাগিব নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি এটি মর্মান্তিক হত্যাকাণ্ড।
৯ জানুয়ারি’২৫ বৃহস্পতিবার দুপুরে হুমায়ুনের বাড়ি সংলগ্ন কলা বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিশু মোস্তফা আবরার রাগিব হুমায়ুনের ভাতিজা হাসান আলীর ছেলে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে হদিস পাওয়া যাচ্ছে না। থানা পুলিশ কঠিন বিব্রত এবং ক্লু উদ্ধারে ব্যাপক চেষ্টা অব্যাহত রেখেছে।
পুলিশের এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এস আই আশরাফুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, সাড়ে ১১টার দিকে খেলতে বের হয় রাগিব, ঘন্টা খানেক পর তাকে মৃত অবস্থায় কলা ক্ষেতে দেখ পান প্রতিবেশী মালেকা বেগম।
প্রথমে কল্যানী বাজারে হাতুরে ডাক্তারের কাছে নেয়া হলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
মা রাবেয়া বেগম, পিতা হাসান আলী, বড় আব্বু হুমায়ুন জানান কি কারনে এমন হত্যাকান্ড হলো তাদের ধারনা নেই।
লাশের সুরতহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হচ্ছে, মামলার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন পুলিশ তৎপর রয়েছে, অভিযুক্ত খুনি সনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।