রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মাকড়াই দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো: নাজমুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং সম্মানিত অভিভাবকদের মুবারাকবাদ জানিয়ে মাদ্রাসাটির উন্নয়নে সকলকে আন্তরিক সহযোগিতার আহবান জানান।
মুল আলোচকের বক্তব্যে মুহতামিম আলহাজ্ব মাওঃ মোঃ ওসমান গনি জিহাদী বলেন, মান উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিঃরলস প্রচেষ্টা চালাচ্ছেন।
তিনি আশাবাদি আগামী বছর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে, তাই অবকাঠামো উন্নয়নের দিকে সবাইকে নজর দেয়ার আহবান জানান।
আলোচনা শেষে মেধা তালিকায় প্রতি ক্লাশের ১ম থেকে ৫ম স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতির জন্য কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজা এন্টারপ্রাইজ (বাজাজ শো-রুম)’র পরিচালক রেজা হোসেন, আব্দুর রাজ্জাক, আমিরুল বিশ্বাস, সাংবাদিক রনজিৎ সরকার রাজ ফেরদৌস ওয়াহিদ সবুজ,, বিকাশ ঘোস, আঃ জলিল শেখ, নাজমুল ইসলাম মিলন, গোকুল চন্দ্র রায়, নাজমুল হোসেন এবং মাদ্রাসা কমিটির সদস্যসহ সম্মানিত অভিভাব এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।