1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

বীরগঞ্জে বলদিয়া পাড়ায় কবরস্থান ও শ্মশ্বানের জমি বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ!

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়ায় কবরস্থান ও শ্মশ্বানের জমি অবৈধভাবে নিয়ম বহির্ভূত বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ! চার গ্রামবাসীর মধ্যে অসন্তোষ ও উত্তেজনা।

যে কোন মুহুর্তে সংঘর্ষের সম্ভাবনা, হতে পারে প্রানহানী সহ জানমালের ভয়াবহ ক্ষয়ক্ষতি।

গনঅভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে জানা যায় ঐ এলাকায় ২৫৩ দাগের জমি মুসলিম জনগণের কবরস্থান এবং ২৬২ দাগে হিন্দু সম্প্রদায়ের শ্মশ্বান হিসেবে ব্যবহার হয়ে আসছে।

শ্মশ্বানের কোন চিহ্ন পাওয়া না গেলের অনেক কবর রয়েছে রাস্তায় একপাশে, যা দৃশ্যমান।

হিন্দু সম্প্রদায়ের মানুষজন সহ স্থানীয় নবীন প্রবীণরা সবাই জানান রাস্তায় একপাশে তথা ২৫৩ দাগে কবরস্থান এবং অন্য পাশে ২৬২ দাগে শ্মশ্বান ছিল।

গোরস্থান দৃশ্যমান থাকলেও শ্মশ্বানঘাট বিলীন করে সেখানে চাষাবাদ করছে একশ্রেণির ভুমিদস্যু স্থানীয়রা জানান।
উপজেলা ভুমি প্রশাসনের সাথে আতাত অথবা তথ্য গোপন করে অবৈধ ভাবে গোরস্থান ও শ্মশ্বানের জমি জনৈক প্রতিবন্ধী মাজেদার নামে ২৫৩ দাগে ৩৫ শতাংশ এবং ২৬২ দাগে ১৫ শতাংশ মোট ৫০ শতাংশ জমি বন্দোবস্ত কেস নম্বর ×।।/১৪-২০০৬-০৭ এবং ৩৫০৬ নম্বর কবুলিয়ত দলিল মুলে প্রদান করা হয়।

কিন্তু বিষয়টি দীঘদিন গোপন রেখে সম্প্রতি প্রচার ও প্রকাশ পেলে এলাকার চার গ্রামের হাজার হাজার মানুষ ঐ পরিবার তথা ফরমান ও এরফান আলীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রশাসনের কাছে বিচার দাবী করে।

কাগজে কলমে জমি থাকলেও স্থানীয় জনগনের প্রবল বাধার কারনে আজ অবধি জমি দখল নিতে পারে নাই, কথিত জমি মালিক।

অনেকে জানান শত বছরের কবরস্থান কিভাবে ১৭/১৮ বছর পুর্বে পত্তন নিয়ে গোপন রেখেছে,আমাদের বোধগম্য নয় এবং এটি আইন বহির্ভূত, বেআইনি।

তাছাড়া কবরস্থান নিঃসন্দেহে একটি অতি স্পর্শকাতর বিষয়, এ ঘটনায় ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলে তিব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিচার দাবী করেছেন।

এ ব্যপারে বন্দোবস্ত গ্রহিতা অন্ধ ও স্বামী পরিত্যাক্তা মাজেদা বেগম সাংবাদিকদের জানান আমার পক্ষে ওয়ারিশরা আদালতে মামলা করিয়েছে, আমি জানি না, দেখতেও পাই না, কোন জমি আমার নামে পত্তন করা হয়েছে।

মরার পর সবাইকে কবরে যেতে হবে, কবরস্থানের জমি আমার দরকার নাই।

সরকার আমাকে নিস্কন্টক জমি না দিয়ে এ ধরনের বিতর্কিত জমি পত্তন দিয়ে সমাজের চোখে দুসমন বানিয়েছে।

এ ব্যপারে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি দিপংকর বর্মনের সাথে কথা হলে তিনি বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝