1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আবু হুসাইন বিপু (আনারস প্রতীক) নির্বাচিত হয়েছেন।
এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি (কলস প্রতীক) এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইনঞ্জিয়ার পরিমল কুমার রায় (চশমা প্রতীক) বেসরকারি ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত ষষ্ঠ বীরগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ৪৪ হাজার ৩শত ৬ভোট পেয়ে চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু (আনারস প্রতীক) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আমিনুল ইসলাম (ঘোড়া প্রতীক) ৩২ হাজার ৪ শত ১৮ ভোট পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি (কলস প্রতীক) ৬৪ হাজার ৩শত ৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিক হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর কাউন্সিলর অনিতা রানী রায় (হাঁস প্রতীক) পেয়েছেন ৪৫ হাজার ৬শত ৩৩ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (চশমা প্রতীক) ৪৯ হাজার ৪শত ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়েম মিঞা (বই প্রতীক) পেয়েছেন ৪৭হাজার ৭শত ৭২ভোট। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ১০৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝