রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসের স্মৃতিচারণ ও ২০২৪ সালের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় চত্ত্বরে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জাকারিয়া জাকা, এসময় তিনি এক সুধী সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজের শেষ কর্মদিবসে বিদ্যালয় পরিচালনার কৃতিত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতা রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মের। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, আর বঙ্গবন্ধুকে না জানলে প্রকৃত দেশপ্রেম কি তা জানা সম্ভব হবে না। এজন্য আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর মত দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়তে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করেছেন। আমরা সবাই ডিজিটাল যুগের সুবিধা ভোগ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছে, ২০৪১ সালের মধ্যে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মানের। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী প্রজন্মকে অগ্রনী ভুমিকা রাখতে আহ্বান জানান, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ৬৩ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করে।