1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বোচাগঞ্জে পুলিশের উপর হামলা পুলিশ সহ আহত ২ আটক ১০ জন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জে পুলিশের উপর হামলায় চালিয়ে আহত ও পুলিশ ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের এস সি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইশানিয়া যুব সংগঠন ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, পাশ্ববর্তী কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের একটি মিশন স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ইশানিয়া ইউনিয়নের এক মহিলা তার কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে ঐ শিক্ষিকার অভিভাবক ও কিছু এলাকাবাসী উত্ত্যক্তকারী এক বখাটের অবিভাবক কাহালোর থানার চামদুয়ারি গ্রামের মোঃ জিয়ারুল ইসলামকে মোবাইল করে ইশানিয়া গ্রামের এস সি উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে এনে আটকে রাখে ও মারধর করে। পরবর্তীতে ৯৯৯ হতে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মোঃ জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানালে বিক্ষুব্ধ লোকজন নিজেরাই এর বিচার করবে বলে দাবী জানায়। এক পর্য়ায়ে তারা পুলিশের উপর হামলা চালায় ও পুলিশ ভ্যান ধাক্কা দিয়ে রাস্তার পাশের পুকুরে ফেলে দেয়। এ সময় পুলিশ ভ্যানের ভেতরে থাকা ড্রাইভার মোঃ মোস্তাছিন আলম তুহিন গুরুতর আহত হন। পরে বোচাগঞ্জ থানার আরেকটি দল সহ ইশানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু ও উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকারের সহযোগিতায় পুলিশ ভ্যান সহ মোঃ জিয়ারুল ইসলামকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ দ্যা প্যানেল কোড ১৮৬০ ধারায় একই উদ্দেশ্য বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া সরকারি কাজে বাধা প্রদান করা, আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগ করে গুরুতর জখমসহ গাড়ীর ক্ষতি সাধন করার অপরাধে উক্ত ইশানিয়া গ্রামের- ১। চয়ন চন্দ্র রায়(২৫), ২। মিঠুন চন্দ্র রায়(২৭), ৩। অনিক রায়(২০), ৪। লিখন রায়(৩০), ৫। আপন রায়(২৫), ৬। বিলাশ চন্দ্র রায়(৬০), ৭। রাজকুমার রায়(৫৬), ৮। জগদীশ চন্দ্র রায়(২৬), ৯। পংকজ রায়(৩০), কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের- ১০। মংলু রায়(৪৫), ১১।সূর্যদেব রায়(২০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ী গ্রামের ১২। মহেশ রায়(২১) সহ অজ্ঞাতনামা ৬০/৬৫ জনের নামে বোচাগঞ্জ থানায় একটি মামলা দ্বায়ের করা হয়। মামলা নং- ৯/২৮, তাং- ২৯/০৪/২০২৪ ইং।
উক্ত মামলায় ১০ জন আসামীকে আটক করে মঙ্গলবার (৩০ এপ্রিল) আদালতে প্রেরন করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক (রাসেল) জানান, পুলিশ জনগনের বন্ধু। পুলিশের উপর এমন হামলা সত্যিই নিন্দনীয় একটি ঘটনা। এ ঘটনায় জড়িত কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝