হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহরুখ আকন্দ( ১৮) নামে এক শিক্ষার্থী নিহত ও আরো দুই কলেজ শিক্ষার্থী আহত।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার সময় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন এর দুলাল হোসেন চকদারের ফার্মের সমানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ঘাটাইলের পাঁচটিকড়ি গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।
আর আহতরা হলেন একই কলেজের শিক্ষার্থী ও ভূঞাপুর বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার এবং ধুবিলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।
আহতের চাচাতো ভাই সংবাদকর্মী হাদী চকদার বলেন, আজকের দূর্ঘটনায় আমার চাচাতো ভাই লিমন চকদার ও তার সহপাঠী রবিন গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি আছেন! কয়েকদিন পরেই তাদের এইচএসসি পরীক্ষা। সবাই দোয়া করবেন যেন অতি দ্রুত আল্লাহ তায়ালা তাদের সুস্বাস্থ্য দান করেন। আর নিহত সহপাঠী নাবিলকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। আমিন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে ৮টার দিকে এই মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যেয়ে গুরুত্ব আহত হয়। তাৎক্ষণিক তাদের কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তথ্যটি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রেজাউল করিম বলেন, মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করতে গেলে স্লিপ করে রাস্তায় পড়ে যায় এতো তারা গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।