1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

ভূঞাপুরে পানি নিষ্কাশনের অভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি, জমে চরম ভোগান্তিতে ভূঞাপুর বাজারের ব্যবসায়ী।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি

টানা বৃষ্টির কারণে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পৌর শহরের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠেও হাঁটু পানি জমেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ।

শুক্রবার (৪ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পানিতে তলিয়ে গেছে। ফলে শত শত বাসাবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে, এবং আকস্মিকভাবে পানি প্রবেশ করায় অনেকের ঘরের মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হয়েছে ।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার প্রধান ওয়ার্ডগুলোর মধ্যে ৪ ও ৯ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পৌর শহরের কেন্দ্রস্থলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়, এবং শহরের খাল ও ড্রেনগুলো অপরিকল্পিতভাবে ভরাট করার ফলে পানি নিষ্কাশন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পৌরসভার বাসিন্দা রেজাউল করিম বলেন, “নিম্নমানের ড্রেনের ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়নের ফলে সবসময় জলাবদ্ধতার সমস্যা হয়।

ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন জানান, “স্কুল ও কলেজ মাঠের পানি দোকানে প্রবেশ করে ব্যবসায়ীদের মালামাল নষ্ট হচ্ছে । এ রকম প্রায়ই ঘটে, কিন্তু কেউ দেখে না যার ফলে ভূঁইয়াপুর বাজারের ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ।

পৌরসভার প্রশাসক ফাহিমা বিনতে আখতার বলেন, “টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝