1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

ভূঞাপুরে বন্যার্তদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান সংগ্রহ সেচ্ছাসেবী সংগঠনের

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সম্রাট তালুকদার
উপজেলা প্রতিনিধি

বন্যার্তের পাশে দাঁড়াতে টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইন (ফেসবুক) ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সমাজের নানা শ্রেণি পেশাজীবিদের সম্মিলিত উদ্যোগে গঠিত ‘ভূঞাপুর দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটি’ পাঁচ লাখ টাকা ও ২৫০ কেজি চাল সংগ্রহ করেছেন সম্মিলিত সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (৩১ আগস্ট) রাতে পানিবন্দি জেলার মধ্যে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবে সেচ্ছাসেবীদের একটি টিম। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে এ জেলার দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করা হবে। গত ২২ আগস্ট থেকে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ৩১ তারিখ পর্যন্ত এ অর্থ সংগ্রহ করেন সেচ্ছাসেবীরা।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ম্যাচলাইট, সাবান, সুজি, মশার কয়েল, গুড়ো দুধ, ওষধ, মোমবাতি, চিড়া, গুড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শিশু খাবার ইত্যাদি। এসব মিলিয়ে বানভাসিদের মধ্যে ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী এবং ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা প্রদান করবে সেচ্ছাসেবীরা

উপজেলার মানবতার সেবায় ফাউন্ডেশন, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর, ব্লাড ব্যাংক ভূঁঞাপুর ,ঘুড়ি ফাউন্ডেশন, যমুনাপাড়ের জনগণ, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন, আল হেরা এসোসিয়েশন, শুশুয়া হিলফুল ফুযল যুব সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বানভাসি মানুষদের জন্য অনুদান সংগ্রহ শুরু করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন- ছাত্র সমাজ ও স্বেচ্ছাসেবীরা আমার কাছে এ বিষয়ে প্রস্তাবনা জানালে তাদের এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করি। যা থেকে বড় একটি অংকের অর্থ সংগ্রহ করা হয়। পরে উর্ধতনদের পরামর্শ মোতাবেক নোয়াখালীর দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা প্রেরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন- বানভাসি মানুষদের পাঁশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা খুব উৎসাহ নিয়ে মানবিক কাজগুলো করে যাচ্ছেন। এমন উদ্যোগে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই সহায়তা কার্যক্রমে নোয়াখালীর জেলা ও উপজেলা প্রশাসন সব রকমের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝