হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, টাঙ্গাইল-২ আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
শতশত কর্মী নিয়ে আনন্দ মিছিলটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টু যুবদল নেতা রাশিদুল আলম সেলিম, আলিম চকদার, সাইফুল ইসলাম তরফদার বাবু রঞ্জু মন্ডল, শ্রমিক নেতা মফিজ আকন্দ, জয়নাল আবেদীন লাল মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, আজ রোববার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
এদিন বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।