হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন শেষ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (২১ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী ও জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সম্পাদক মো. আব্দুল লতিফ।
এছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম ও বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, সাধারন সম্পাদক মোছা. সাদিয়া আফরিন খানম লোপা, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছা. হোসনে আরা বেবী ও মঞ্জুয়ারা বেগম সহ মোট ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছেন। তারমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাও রয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো গত ২১ এপ্রিল, যাচাই-বাছাই শেষ ২৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।