1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

ভোলা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এর সভাপতিত্বে ভোলা জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি।
ভোলা জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত করেছে
ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোজ বুধবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ পরিচালনায় সভায় জলদস্যূ নির্মুল, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, জ্বিনের বাদশা নির্মুল, ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে অপসারণ, ট্রাফিক কার্যক্রম গতিশীল করা, চলমান মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তার, থানার কার্যক্রম গতিশীল করাসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, সাংবাদিক আলামিন শাহরিয়ার, ইউনুস শরীফ, মানব জমিনের জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, বনিক বার্তার জেলা প্রতিনিধি এইচএম জাকির চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, মনিরুল ইসলাম, বশির আহমেদ, মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, ডিআই ও,মীর খায়রুল কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, রাষ্ট্র গঠনে পুলিশ ভূমিকা অপরিসীম। ৫ আগস্টের আগে পুলিশ অন্যায়ভাবে একটি গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবেনা। পুলিশ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নাশকতা, সন্ত্রাস, মাদক নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করবে। সকলের ঊর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমাণ করব। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি।
এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রুতি দেন।এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝