1. info@www.crimenews24.tv : Crime News 24 :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার  প্রধান হাট  উপজেলা সদরের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির লিঃ এর  ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন প্রতীকের সাদাকালো পোস্টারে পেয়ে গেছে উপজেলা সদরসহ বিভিন্ন  হাট বাজারে।   জানা গেছে,   তারাকান্দা বাজারবণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আজ ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।  প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর  শুরু হয়েছে প্রচার-প্রচারণা হয়েছে। উৎসব মুখর পরিবেশে নির্বাচনী আমেজ  বিরাজ  করছে।প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা ঘুরে ঘুরে ভোট  প্রার্থনা করছে।৫৪৬ জন ব্যবসায়ী ভোটার নিয়ে এই সমিতির নির্বাচন যেন উৎসবের আমেজ বইছিল।এ নির্বাচনে  ৯  টি  পদে ১৮ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী  প্রার্থীরা হলেন,    সভাপতি পদে-আলহাজ্ব  কামরুজ্জামান সরকার ফুল মিঞা ( ঘোড়া),

সহ সভাপতি পদে ৩ জন -রতন ভৌমিক (কাঠাল), মোঃ দেলোয়ার হোসেন দুরাল মুন্সী (পাখা) ও চন্দন কুমার পাল।
সাধারণ সম্পাদক পদে ৩ জন- আবুল বাশার বাদশা (গোলাপ ফুল), আলহাজ্ব ওবায়দুর রহমান খান  কলিন (মোমবাতি) ও জুনায়েদ হোসেন আকন্দ (মাছ)
যুগ্ম সম্পাদক পদে -আব্দুল্লাহ ওরফে লিটন (ক্রিকেট ব্যাট) এবং মোঃ আলমগীর হোসেন (উড়োজাহাজ)।
সাংগঠনিক সম্পাদক পদে- মোঃ আবু সায়েম( মাইক) আফাজ উদ্দিন (হরিন) ৪টি কার্যকরী সদস্য পদে- মোহাম্মদ বিল্লাল হোসেন (হাস) মোঃ আতিকুর রহমান আতিক( চশমা), মোঃ রইস উদ্দিন (চাকা) ও মোঃ আনোয়ার হোসেন (তালা) আজ ২৮শে সেপ্টেম্বর বুট সংগ্রহ ৪ চলিতেছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝