মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
ধোবাউড়ায় ভারতীয় আইসি ভোডকা ২০ বোতল মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নির্দেশে এসআই ফেরদৌস হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ভোর রাত সাড়ে ৪ টায় ধোবাউড়া ধাইরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রনসিংহপুর গ্রামের মাহবুব আলম সরকার এবং দর্শা গ্রামের মাসুম বিল্লাহ।আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।