মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহ বালিজানা নয়াপাড়া গ্রামের মৃত আছর উদ্দিন এর ৩ কন্যাকে ওয়ারিশ থেকে বঞ্চিতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিগণ ১/ফয়জউদ্দিন ২ মোড়ল মিয়া উভয় পিতা মৃত আকছর উদ্দিন ৩ এমদাদুল পিতা ফয়জউদ্দিন ৪/ হারুন অর রশিদ ৫/আ: আজিজ উভয় পিতা মৃত আকছর উদ্দিন ৬/আশরাফুল পিতা ফয়জউদ্দিন বিবাদীগন দাঙ্গা হাঙ্গামা লোক বটে । তাদের সাত ভাই তিন বোন। কিন্তু তারা বোনদেরকে অস্বীকার করে। ভাইয়ের মধ্য তারা চারজন এবং তাদের পুত্র এমদাদুল ও আরশাফুল তারা বলে তাদের কোন ফুফু নেই। তাহলে এখানে ওয়ারিশ কিসের। এলাকার লোকজনের চাপে । এক পর্যায়ে কয়েকটি সালিশ দরবারে তিন কন্যাকে ওয়ারিস দেওয়ার কথা বলে স্বীকার করে। ললদিঘী মৌজা খতিয়ান নাম্বার ৫৭৮ দাগ নাম্বার ১৬২০ কিন্তু তারা অন্যদিকে যাতে তাদের সম্পদ লুটে নেয়া যায় সেই চিন্তা ভাবনা করে।পড়ে গোপন সংবাদ এর ভিত্তিতে জানা যায় যে । তাহারা বোনদের সরলতার বিশ্বাস ভঙ্গ করিয়া শ্রী রিংকু সাহার কাছে জমি বিক্রি করে দেওয়ার জন্য বায়না পত্র করে গোপনে। ওয়ারিশগণের এক পুত্র সেই খবর জানতে পারিয়া ।তাহাদের মামাদের কাছে গেলে তার মামারা সেই ছেলেকে নানান ভাবি অপমান করে এবং একপর্যায়ে তার মামারা ছেলেকে মারার জন্য দৌড়ে। কিন্তু এলাকার গন্যমান্য ব্যক্তিগণ সেখানে উপস্থিত থাকায় তাদেরকে বলে ভাগিনাদের গায়ে হাত তুলতে নেই । কিন্তু তার মামার অস্বীকার করে তারা বলে আমাদের কোন ভাগিনা নেই কোন বোন নেই তাহলে কিসের ভাইগ্না। স্থানীয় দুই এক জন একজন তাদেরকে জায়গায় বসাই। বসা থেকে আবার উঠে আসে মারার জন্য। অত্র বিবাদী পক্ষ অভিযুক্তকারীদের তিন কন্যা ও তাদের সন্তানকে নানান ভাবে হুমকি দিয়ে আসছেন তাদের মেরে গুম করে ফেলবে। অত্র অভিযোগকারী তিন বোন ও তাদের সন্তানদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে খুন করে লালগুন করার জন্য প্রস্তুত আছেন বলে জানা যায়। যে কোন সময় তাদের তিন বোন এবং তাদের সন্তানকে আক্রমণ করতে পারে বলে জানা যায়। পরবর্তী সময়ে যদি কোন ওয়ারিশ দাবী করে তাহলে তাদের কে একেবারে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসতেছেন। পত্র অভিযোগকারী গন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে বিবাদীদের পক্ষ থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। এবং তাদের প্রাপ্ত টুকু তাদের ফিরিয়ে দেওয়ার জন্য।