ময়মনসিংহ প্রতিনিধি:
মোঃ আজহারুল ইসলাম এবং মোছাঃ নিবেদিতা নার্গিস ইসলাম, সাং- ৭১, কলেজ রোড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, পোঃ সদর, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ দুই ভুক্তভোগী অভিযোগ করে
১। মোঃ এরশাদ হোসেন (৪৮), পিতা- অজ্ঞাত, ২। মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), পিতা- অজ্ঞাত, ৩। মোছাঃ মাহফুজা খাতুন (৩৫), স্বামী- মোঃ এরশাদ হোসেন ৪। মোছাঃ রওশনারা বেগম (৩৪), স্বামী- মোঃ জাহাঙ্গীর হোসেন, সর্বসাং-পুলিশ লাইন, সর্বথানা-কোতুয়ালী, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন আজহারুল ইসলাম ও তার স্ত্রী নিবেদিতা নার্গিস ইসলাম এর স্বত্ব দখলীয় জেলা ময়মনসিংহের কোতুয়ালী থানাধীন রহমতপুর সাকিনস্থ বৈশাখাই মৌজাস্থিত ৫ (পাঁচ) একর ভূমির মধ্যে সুউচ্চ ইট দ্বারা নির্মিত বাউন্ডারীর মধ্যে বি.আর,এস খতিয়ান নং- ২৫ দাগ নং ২৪,২৫ শ্রেণী- বাড়ী, কান্দা, দাগে মোট জমির পরিমান ২৩ শতাংশ ভুমি ৯টি দলিলে ক্রয়কৃত করিয়াছে বলে জানা যায় ভুক্তভোগীর কাছ থেকে।
বিগত ইং ১০.১১.২০২৪ তারিখ বেলা অনুমান ১০.০০ ঘটিকার সময় ভুক্তভোগীদের সীমানা প্রাচীর ভাঙ্গিয়া উক্ত ভূমিতে অনুপ্রবেশ করিয়া ইট, সুরকী দিয়া ঢালাই রাস্তা নির্মান করার চেষ্টা করেন। এবং ভুক্তভোগীদের স্থাপনাদি ভাংগিয়া ফেলেন। বেআইনিভাবে সি,আই,ডি, ময়মনসিংহ এর ফরেনসিক গাড়ী ব্যবহার করে এবং পুলিশের এ, এস, আই, মিথ্যা পরিচয় দিয়া এবং মামলা মোকদ্দমা ও এনকাউন্টার এর ভয় দেখাইয়া আসিতেছেন বেশ কিছুদিন যাবত ।
উক্ত ভুক্তভোগীদের দখলী কৃত উক্ত ভূমিতে বেদখল স্বরূপ স্থাপনা তৈরী করার চেষ্টা করেন এবং ইং ১২.০২.২০২৫ তারিখ বেলা অনুমান ১০.০০ ঘটিকার সময় উক্ত ভূমিতে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী লোকদিয়া দুই ভুক্তভোগী স্বামী-স্ত্রীরকে নানাবিধ ভয়ভীতি এবং খুন জখমের হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়ার পায়তারা করিতেছেন।এবং মোটা অংকের টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে।
কতিপয় সন্ত্রাসী লোক নিয়ে বেআইনী কার্যকলাপ সহ আরও বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিতেছে বলে জানা যায় দুই ভুক্তভোগী স্বামী ও স্ত্রীর কাছ থেকে।