ময়মনসিংহ স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। জিল্লুর রহমান বলেন আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি সরকারি অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতার মাধ্যমে ময়মনসিংহ শহরকে একটি আলোকময় শহর হিসেবে গড়ে তুলতে। মাসিকের বিদ্যুতের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যেই প্রচুর সংবাদ প্রকাশ হয়েছে। আমি চেষ্টা করেছি প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে সম্পাদন করার। আমার এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সব সময় আমাকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং এখনো করছে। গত কয়েকদিন আগে আমাকে নিয়ে ‘শাশ্বত বাংলা’ নামে একটি পত্রিকা ও জনকণ্ঠ নামে ফেসবুকে একটি ভিডিও প্রচার করেছে। সেখানে বলা হয়েছে আমি নাকি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ খাত থেকে শত কোটি টাকা লুটপাট করে বিভিন্ন স্থাবর, আস্তাবর, সম্পত্তির মালিক হয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য এমন অপপ্রচার চালানো হচ্ছে। এইসব অপপ্রচার বন্ধ না করা হলে আমি যারা এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।