1. info@www.crimenews24.tv : Crime News 24 :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

মহাদেবপুর জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পুর্তি উৎসব

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন ও প্রাক্তন ছাত্র- ছাত্রী শিক্ষক সহ ঈদুল আযাহারের পরের দিন পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে, এ উপলক্ষে উপজেলার ৪০ বছরের পুরানো জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেন নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা। আনন্দ উল্লাস ও উৎসবের জন্য সাজানো হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয় সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বিশাল রালীর আয়োজন করা হয়৷ এরপর লটারির মাধ্যমে ২৪ জনকে পুরস্কৃত করা হয়৷ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য জনাব, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন ৪৮ নওগাঁ -৩ (এমপি)ও আরো উপস্থিত ছিলেন উপজেলার নবাগত চেয়ারম্যান জনাব, মাসুদুর রহমান মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান জনাব,সাইদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাস ইউপি চেয়ারম্যান রিপন মাহমুদ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকুল কুমার সাহা বুদু, বিকাল ৪টায় আলোচনা ও শিক্ষক সম্মাননা করা হয়৷ সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়৷ প্রাক্তন শিক্ষার্থীরা জানায়,পুরনো এই বিদ্যালয়ে থেকে বহু শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। তারা দেশের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনেকেই প্রবাস থেকে আসবেন। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজন করা হয়৷ ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন ও নতুন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷ সবার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে বলে স্কুল কমিটি জানান৷ বিশেষ করে ১৯৯৭ সালের শিক্ষার্থীদের সহযোগিতা ও পরিশ্রম বেশি ছিল বলেও জানান স্কুল কমিটি৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝