1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

মাদ্রাসার ছাত্র ও এতিমদের সাথে নিয়ে ইফতার করলো ঢাকা জেলা উত্তর ছাত্রদল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের অধীনস্থ সাভার কলেজ ছাত্রদল, সাভার থানা ছাত্রদল ও সাভার পৌর ছাত্রদল উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাদ্রাসার ছাত্র, এতিম ও গরিবদের সাথে নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) গেন্ডা একটি মাদ্রাসায় মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

ইফতার মাহফিলে সাভার থানা, সাভার পৌর,সাভার সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পৌরসভার ছাত্রদলের নেতাদের এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অনুষ্ঠান ছাত্রদলের নেতাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে। এ নিয়ে মাদ্রাসার এক ছাত্র মোহাম্মদ হাসিবুর বলেন, “এটা শুধু ইফতার মাহফিল নয়, বরং একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা গড়ে তোলার একটা সুযোগ।”

এ বিষয়ে সাভার পৌর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ মোশারফ হিমেল খান বলেন, ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে সাভারের জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে, সুস্থ ধারার রাজনীতির রোল মডেলে পরিণত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “রাজপথের আন্দোলন থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ড—সবক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছি, যেন আমাদের সংগ্রাম সফল হয় এবং সাভারবাসী আবারও মুক্ত গণতন্ত্রের স্বাদ পায়।”

তিনি আরো বলেন, “দীর্ঘ ১৫ বছর ছাত্রদল নানা ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে। তবুও আজ সাধারণ শিক্ষার্থী, মাদ্রাসার এতিম হাফেজদের সঙ্গে ইফতার করতে পেরে আমরা আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝