1. info@www.crimenews24.tv : Crime News 24 :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুন কৃষ্ণ পাল তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার।

নান্দাইল উপজেলায় পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।জানা গেছে ইউএনও প্রত্যেকটি অফিস সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন করেন। ভূমিহীন ও গূহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মাণ কাজ সফল ভাবে বাস্তবায়ন করেছেন।তিনি নান্দাইল উপজেলা গরিব দুঃখী মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন। এই উপজেলায় যেসব অসহায় মানুষগুলোর থাকার জায়গা ছিলো না তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ভূমিহীনদের দিয়েছেন। সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন সঠিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জনে উপজেলার মানুষের নজর কেড়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং অবৈধ জায়গা উচ্ছেদ থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন, উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি । সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সব সময় চেষ্টা করি মানুষের দুঃখ-কষ্ট লাঘবের। সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। আরও বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি মহোদয়ের নির্দেশে মানুষের সেবা করে যাচ্ছি।উপজেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝