মো:শফিকুল ইসলাম (শফিক)
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে বরগুনা -বাকেরগঞ্জ সড়কের মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বরিশাল জেলার সদর থানাধীন বটতলা এলাকার আব্দুস সালামের ছেলে সুমন (৩৫)। সে Nipro JMI pharm কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট এলাকায় বরগুনা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহন বরিশাল থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায় । এতে মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়। পরের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান মোঃ নুরুল ইসলাম বলেন, ফাকা জায়গায় ধাক্কা দিয়ে পরিবহন চলে যায়। তাই পরিবহনটি আটক করা যায়নি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।