মোঃ সুজন বেপারী -
বাংলাদেশ কেন্দ্রীয় আয়োজিত শ্রম দিবস উপলক্ষে বিষয়ভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তথা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার তরুণী শিক্ষার্থী নুসরাত জাহান নিশু।
গত বৃহস্পতিবার পহেলা (১মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তাঁর হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন বিজয়ীদের মাঝে।
এছাড়াও প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তাঁর হাতে ক্রেস্ট, জাতীয় সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন টঙ্গিবাড়ি উপজেলার বাশবাড়ি গ্রামের আবুল কাশেম বেপারী ও ময়না আক্তার দুলির দুই কন্যা সন্তানের মধ্যে ২য় সন্তান নিশু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল(অব.) ড. এম শাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএলও প্রতিনিধিসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।