মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জ জেলায় আগমনে মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় পরিদর্শন কালে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় এবং মতবিনিময় সভা শেষে উপদেষ্টা মহোদয় মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিসিক এলাকায় জাল উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।