1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৬১৪ জনের বিরুদ্ধে নতুন মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের ৬১৪ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলটি করা হয় বলে থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান।

এজাহারে শেখ হাসিনাসহ ৩১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে গুলিতে নিহত ডিপজল সরদারের নানি শেফালী বেগম বাদী হয়ে মামলাটি করেন।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সীগঞ্জের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছউজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় ৩১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আসামি আছেন আরও ২০০-৩০০ জন।

মামলার নথি থেকে জানা যায়, গত ৪ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুপার মার্কেট চত্বরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সে সময় মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনরত ডিপজল সরদারকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝