1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বিএনপি নেতার মুক্তি।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার :

হাসিনাকে ট্রেনে হামলার মামলা: ৪ বিএনপি নেতা কারামুক্ত
শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বিএনপি নেতা হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাদের মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়া নেতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজিজুর রহমান শাহীন এবং বিএনপির স্থানীয় নেতা শামসুল আলম।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ মামলার ৪৭ আসামির সবাইকে খালাস দেন। এর আগে এ চার বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন।

মুক্তির খবরে সকাল থেকেই ঈশ্বরদী থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী গাড়িবহর নিয়ে কারাগারের সামনে অবস্থান করেন। কারাগারের ফটক খুলে দেয়ার পর নেতাকর্মীরা কারাগারের সীমানার ভেতরে প্রবেশ করে নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন। চারপাশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ তৎকালীন ছাত্রদল নেতা জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করে।

২০১৯ সালে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে হাইকোর্টের রায়ে গত ৫ ফেব্রুয়ারি সব আসামি খালাস পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝