তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ জালাল মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার শহরের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
ঘটনাস্থলে আটককৃত জালাল মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে একটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ১৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত জালাল মিয়া কমলগঞ্জ থানাধীন কালেঙ্গা এলাকার আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য আমরা পেয়েছি।
এঘটনায় আটককৃত জালাল ও পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।