1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্র ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন*

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে (২৬ মার্চ) বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বদলগাছী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, বদলগাছীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ১ মিনিট নীরবতা পালন সহ সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আতিয়া খাতুন ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। পরে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন, বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধাগণ।
এসময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ এবং সূধীজন।

দিবসটি উপলেক্ষ্য অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার সকল জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সরকারি, স্বায়ত্ব শাসিত ভবন ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

সেই সাথে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসহ হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝