মোঃ আতিকুর রহমান:
গতকাল ২৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:১৫ ঘটিকায়* র্যাব-১০ এবং র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি ঢাকার সবুজবাগ থানাধীন রাজারবাগ এলাকায়* একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার মামলা নং-০৪, তারিখ-২৩/০৫/২০১৭, জিআর-২১৪/১৭ (জয়পুরহাট), ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩); ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী ধর্ষক *মোঃ লুৎফর রহমান (৪৭),* পিতা-মোঃ কাইমুদ্দীন, সাং-ভাদশা (পলিবাড়ী গুচ্ছগ্রাম), থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।