আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (৬ নভেম্বর) সামাজিকমাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করে তিনি এ অভিনন্দন জানান।
মোদি লিখেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ।
মোদি আরও লিখেছেন, আসুন আমাদের জনগণের উন্নতি, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমরা একসঙ্গে কাজ করি।
এদিকে, নিজেকে বিজয়ী ঘোষণা করে সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫১৪টি ইলেকটোরাল ভোট আছে। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়। এরমধ্যে ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট। হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের একেরারি দ্বারপ্রান্তে ট্রাম্প।
এর আগে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হতে যাচ্ছেন ট্রাম্প। ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।
২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।