মোহাম্মদ আইয়ুব আলী, ব্যুরো চীপ, চট্টগ্রাম।
আল আরফাহ ইসলামী ব্যাংক পিএলসি লি. এ কর্মরত ব্যাংকার মিজানুর রহমান এর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে যৌতুকের বলিতে চট্টগ্রামের পটিয়ার রীমা আক্তার নামের এক মহিলা আত্মাহত্যা করেছে এবং তিনি শেষ চিঠি চিঠির মাধ্যমে জানিয়ে দিল তার আত্মাহত্যার কারন, সামান্য যৌতুকের কাছে ভালবাসা মূল্যহীন দাবি করে রীমা ভালোবাসার অমর্যদা সহ্য করতে না পেরে লজ্জা অপমানে নিজেই আত্মাহত্যার স্বিদ্ধান্ত নেন।
পারিবারিক সুত্রে রিমার বড় বোন রুমি আকতার জানান,, তার বোন পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল। সে খুবই মেধাবী ছাত্রী। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোনো যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে। গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতে ও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সঙ্গে তার হবু বরের কথা কাটাকাটি হয়। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। “