কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম
ঢাকা: জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. কামরুল আরেফিন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাসভবনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, গতরাতে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. কামরুল ইসলাম সংসদ ভবন এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসভবনে ফেরার সময় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাত পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরও জানান, মাননীয় সংসদ সদস্য চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করেন।
সাংসদের পিএ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাসায় ফেরার জন্য সংসদ ভবনের বকুলতলা গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাংসদ কামারুল আরেফিন। সঙ্গে ছিলেন পিএ মামুনও। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা কামরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তার হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছিলে যায়।
তিনি আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নেয়া হয় সংসদের মেডিকেল সেন্টারে। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান, হাত-পায়ের এক্স-রে করানো হয়। এছাড়া ডান হাতের কনুইতে তিনটি সেলাই করানো হয়েছে। তবে সিটিস্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।