1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শফিকুল,সা: সম্পাদক ইকবাল

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ নির্বাচনে রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নে শফিকুল – ইকবাল পরিষদ (ঢোপকল) প্রতীক ও রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ (ঢোপকল) প্রতীকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২ টি পদে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশনার আলী আশরাফ মাসুম স্বাক্ষরিত চুড়ান্ত ফলাফল সীট অনুযায়ী সভাপতি পদে রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ মনোনীত শফিকুল (ঢোপকল) প্রতীকে (১২১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মনোনীত সভাপতি পদে সুলতান (মাছ) প্রতীকে পেয়েছেন (৪৯) ভোট। রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ঢোপকল প্রতীকে (১১৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মনোনীত বাকি বিল্লাহ (মাছ) প্রতীকে পেয়েছেন (৪৯) ভোট।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আসলাম ঢোপকল প্রতীকে (১২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকে কুদরতি কুদা পেয়েছেন (৩৭) ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে ঢোপকল প্রতীকে আলামিন কাজল (১২৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ওবাইদা পানু মাছ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে মো জনি ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুল মাছ প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। অর্থ সম্পাদক পদে ঢোপকল প্রতীকে জাহিদ হোসেন ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।

দপ্তর সম্পাদক পদে ঢোপকল প্রতীকে সাইফুল ইসলাম (১২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু মাছ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে ঢোপকল প্রতীকে মো জয়নাল সর্বোচ্চ( ১২৮)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম আহমেদ মাছ প্রতীকে পেয়েছেন (৩৭)ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম ঢোপকল প্রতীকে (১২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারনিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন চাঁদ মাছ প্রতীকে পেয়েছেন (৩৯) ভোট।আইন বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে গোলাম মোস্তফা রঞ্জু (১২৮)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়দুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন (৪০)ভোট। ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে শাহরিয়ার ফয়সাল রনি (১২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো আলেক মাছ প্রতীকে পেয়েছেন (৩৮)ভোট। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে শাহাবুদ্দিন (১২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা মাছ প্রতীকে পেয়েছেন (৩৬) ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝