ঠাকুরগাঁও সদর
প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের আজগড় আলী মাস্টারের ছেলে রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহিন কাদির ২/১০/২৪ইং তারিখে মঙ্গলবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেফতার করে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা স্থলে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, জওগাঁও গ্রামের শামসুল হক ও
রুস্তম আলীকে আটক করেন এবং শাহিন কাদিরকে আটকের পর ছেড়ে দেন পুলিশ । জওগাঁও গ্রামের মাহবুব আলম বলেন , শাহিনকে ছেড়ে দেওয়ার সময় আমার জানামতে পুলিশের সাথে থানা অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার ছিলেন তখন আমি উপস্থিত ছিলাম।
৮ নং নন্দুয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলাম বলেন, শাহীন যদি কোন অপরাধ না করে থাকে তাকে গভীর রাতে কেন তুলে নিয়ে রাস্তায় বের করা হল এবং সে যদি আসামি হয়ে থাকে তাকে ছেড়ে দেওয়া হল কেন। এরূপ পুলিশের আচরণকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন পুলিশের এইসব নোংরামি আচরণ সুশীল সমাজ কখনো মেনে নিতে পারবে না।
এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার সাথে কথা হলে তিনি বলেন গতকাল রাতে পুলিশের বিশেষ অভিযানের সময় দুই জন আসামিকে গ্রেফতার করা হয় এবং শাহিন কাদের টের পেয়ে পালিয়ে যায় ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , ঘটনাটির সত্যতা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।