1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

র‍্যাবের সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি তথ্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
লোকমান ইসলাম রানা।

কক্সবাজার শহরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাস বাহিনী, মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ ভাবে দখল সহ নানা অপকর্ম।
তার ধারাবাহিতায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে জামাল বাহিনীর জামাল কথায় কথায় মানুষকে হুমকি ও হামলা চালিয়ে যাচ্ছে।
দালাল জামাল, চোরায়পথে মালেশিয়া গিয়ে ঠায় না পেয়ে দেশে ফিরে গড়ে তুলেন সন্ত্রাস বাহিনী।
জামাল কক্সবাজার শহরে ১২ নং ওয়ার্ডে মৃত্যু সোলতান আহমেদের ছেলে।
জানাযায়, জামালের বাবার ছিলেন একজন দিনমজুর। জামালের ছোট ভাই আরিফ ছিলেন ছিনতায়কারী। কিন্ত জামালের কোনো আয়ের উৎস না থাকায় র‍্যাবের সোর্স পরিচয়ে এলাকায় নিরহ মানুষদের জিম্মি করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৭ মাস আগে শহরে টাকার লেনদেন বিষয়ে প্রকাশ্যে সেলিম নামে একজন কে অস্ত্র নিয়ে হুমকি দেন৷
কিন্ত জামাল র‍্যাবের সোর্স থাকায় ভয়ে কিউ মুখ খুলে নাই, গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হলে বেড়িয়ে আসে এইসব তথ্য গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি জামাতে নেতা কর্মিদের র‍্যাবের সোর্স পরিচয়ে ঘর ছাড়া করেন।
নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় এক বক্ত্যি জানান জামাল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের জায়গা দখল সহ নানা অপকর্মে সাথে জড়িত। অস্ত্র থাকায় কিউ মুখ খুলে না। তার কবলে পড়ে অনেকে মৃত্যু হয়েছে। আবার অনেকে ঘরহারা হয়েছে। হোটেল ক্লাসিক ফ্ল্যাট ব্যবসায়ীর কিছু বক্ত্যিরা জানান জামালের কারণে এই হোটেলে অনেক জন হোটেল ছেড়ে নিস্ব হয়ে এলাকা ছাড়া আবার অনেকে ঘড় ছাড়া।
এই বিষয়ে জামালের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে উল্টো প্রতিবেদককে দেখিয়ে নেওয়া হুমকি দেন। এবং বলেন সে নিজে অস্ত্র লিস্ট করেন, এবং অকাথ্যা ভাষা ব্যবহার করেন তবে অস্ত্র লিস্ট করার বিষয়ে সে কি প্রশাসনের লোক কিনা জানতে চায়লে ক্ষিপ্ত হয়ে
ফোন কেটে দেন।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ বলেন আমরা যৌত বাহিনীসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝