1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে শীতকালীন সবজি কাঁচাবাজারে আসায় স্বস্তি ফিরেছে।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

 

লালমনিরহাটে শীতকালীন সবজি কাঁচাবাজারে আসায় স্বস্তি ফিরেছে জনমনে। কয়েক সপ্তাহ ধরে বাজারগুলোতে শীতকালীন সবজির দাম ছিল লাগামহীন। কিন্তু চলতি সপ্তাহে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সবজির কেজি প্রতি দাম কমেছে ২০-৫০টাকা পর্যন্ত। বর্তমানে বেশির ভাগ সবজির দাম চলে এসেছে হাতের নাগালে।

কিছু দিনের মধ্যে আরও কিছু শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। রোববার (২৯ ডিসেম্বর) সকালে লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০-৫০টাকা, পাতাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে ১৫-২০টাকা, ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫টাকা, মুলা ১০টাকা , ছোট সিম ২৫-৩০টাকা, পেঁপে ২০টাকা, গাজর ৩৫-৪০টাকা, ছোট কোরলা ৭০-৮০টাকা, বড়ো কোরলা ৩৫-৪০টাকা। কাঁচা কলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ২০টাকা, লাউ প্রতি পিচ ২৫-৩০টাকা, টমেটো প্রতি কেজি ৩৫-৪০টাকা, শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫টাকা। গাজর ৩৫-৪০টাকা, বেগুন ভেদে ১৫-৩০টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০টাকায়। এছাড়াও কাঁচা মরিচ কেজি প্রতি ৪০টাকায় বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি দাম কমেছে আদা ও রসুনের। দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০টাকায়, দেশি আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০টাকায়, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫টাকায়। তবে শহর ও গ্রাম পর্যায়ের বাজারগুলোতে পাইকারি ও খুচরা পর্যায়ে সামান্য কিছু দামের পার্থক্য রয়েছে।

কাঁচা বাজার করতে আসা ক্রেতা আফসার আলী (৪৮) বলেন, গত সপ্তাহের তুলনায় শাক-সবজির দাম অনেক কমেছে। এমন পরিস্থিতি থাকলে সবার জন্যই ভালো। দামদর ছাড়াই সবজি কেনা যাচ্ছে।

বাজার করতে আসা আরেক ক্রেতা মোকলেজা বেগম (৪৫) বলেন, কিছুদিন ধরে শাক সবজির দাম চড়া ছিল কিন্তু এখন সবজির বাজার স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটা সবজির দাম একটু বেশি মনে হচ্ছে । আশা করি কয়েকদিনের মধ্যে সব সবজির দাম হাতের নাগালের মধ্যে থাকবে।

লালমনিরহাটের বড়বাড়ী বাজারের আড়ৎ এ সবজি বিক্রি করতে আসা কৃষক আলী রহমান (৪৪) বলেন, আগে সবজি বাজারে বেশি করে নিয়ে আসতে পারিনি। সবজির সংকট ছিলো কিন্তু এখন আমাদের নতুন ক্ষেতের সবজি গুলো বাজারে উঠতে শুরু করেছে। তাই কাঁচা শাকসবজির দামও কমতে শুরু করেছে।

একই এলাকার সবজি বিক্রেতা কৃষক আব্দুল আব্বাস (৩৭) বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। সবজির দাম কমে আসায় স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

তিনি আরও বলেন, বর্তমানে সবজি বাজার যে দামে চলছে এর থেকেও যদি দাম আরো কমে তাহলে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবো।

সবজি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (২৬) বলেন, আগে যারা দুই তিন বস্তা সবজি আনতো বাজারে তাঁরাই এখন দশ বস্তা পর্যন্ত সবজি আনছেন। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম হাতের নাগালেই থাকবে।

লালমনিরহাট সদরের বড়বাড়ী বাজারের আড়ৎ ইজারাদার মোসারব আলী (৫৪) বলেন, কিছুদিন যাবত সবজির বাজার কিছুটা বেশি ছিলো। তবে এখন সরবরাহ বাড়ায় সবজির বাজার হাতের নাগালে চলে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝