1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজালের জ্বালায় অতিষ্ঠ লালমনিরহাট জেলা সাংবাদিক মহল।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

একের পর থানায় মিথ্যা মামলা ,

মোঃ আখেরুজজ্জামান ,
সদর থানা প্রতি নিধি,

লালমনিরহাট জেলা,

লালমনিরহাট জেলায় রমরমা মামলা ব্যানিজ করছে বি এন পির নেতা আফজাল হোসেন ,
আওয়ামী লীগ এর নামের পাশাপাশি একের পর এক সাংবাদিক দের নামে ও মামলা করছে তারা,
এই ধারাবাহিকতাকে বজায় রেখে গত বৃহস্পতিবার ২,১,২০২৫ বি এন পি নেতা আফজাল বাদী হয়ে একটি মামলা করেণ, সে মামলায় ৬৯ জনের নাম দেওয়া হয় সে খানে ৩৫ নাম্বারে দেওয়া হয় লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর সাংগঠনিক সম্পাদক,জেলা প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকা লালমনিরহাট জেলা প্রতি নিধি।
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম, যা অত্যান্ত নেককার জনক ঘটনা, বিগত ২০দিন আগে তাঁরা বাস এসটান , ট্রাক ষ্টান, দখল করেণ এতে দুই গুরুপ এর সংঘর্ষ তৈরি হয়, সে নিউজ না করার জন্য মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী কে হুমকি দেয় বি এন পি নেতা আফজাল, হুমকি কে পিছনে ফেলে নিউজ করায় তাকে মিথ্যা মামলায় ফাসায় তারা, এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী জানান এ সাংবাদিক নেতা, তিনি স সন্মানে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়ার যোর দাবী জানান লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক বৃদ্ধ এ বিষয়ে মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম বাদ দিয়ে পুর্ণরায় মামলা পরিচালিত করার অনুরোধ করেন। সাংবাদিক তার কর্ত্যবরত কাজে সর্বত্র যেতে পারে কিন্তু ভাংচুর লুটপাট করতে পারে না। তাঁর বিরুদ্ধে সু নিদিষ্ট কোনও প্রমাণ ছাড়া তাকে হয়রানি মূলক মামলায় ফাঁসানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝