1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের যোগদান।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 

শ‌হিদুল উসলাম, সি‌লেট:

লিডিং ইউনিভার্সিটির উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা পাবেন নবনিযুক্ত উপাচার্য -দানবীর ড. সৈয়দ রাগীব আলী

লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কাম‍্য -উপাচার্য ড. মোহাম্মদ তাজ উদ্দিন

অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ আয়োজিত এক মনোরম পরিবেশের মধ্য দিয়ে নবাগত উপাচার্যকে স্বাগত জানান লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সুযোগ্য নের্তৃত্বে লিডিং ইউনিভার্সিটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে লক্ষ্যে নতুন উপাচার্য সর্বাত্বক সহযোগিতা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল হাই নবাগত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনের আহবান জানান।

অসংখ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানসহ লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলী সিলেটসহ এদেশের শিক্ষা বিস্তারের জন্য অনেক অবদান রেখেছেন এবং কাজ করে যাচ্ছেন। তাঁর মত একজন গুণী ও জ্ঞানী ব্যক্তির কারণে দেশের শিক্ষা সেক্টরে উন্নয়ন হচ্ছে। তাঁর দিকনির্দেশনায় লিডিং ইউনিভার্সিটি আজ বহুদূর এগিয়ে গিয়েছে। মানবসম্পদ উন্নয়নে যুগোপযোগী চেষ্টা চালিয়ে যাচ্ছে এই লিডিং ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রসার ও গবেষনায় অবদান রেখে চলছে। লিডিং ইউনিভার্সিটিকে একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার লক্ষ্যে তিনি ট্রাস্টি বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

লিডিং ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করে শিক্ষকতাজীবন শুরু করেন এবং ২০০০ সালে সহকারী অধ‍্যাপক, ২০০৭ সালে সহযোগী অধ‍্যাপক এবং ২০১৩ সালে অধ‍্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৯ সালে তিনি গ্রেড-১ অধ‍্যাপক পদে উন্নীত হন।

শিক্ষাজীবনে তিনি কুলাউরার ভুকশিমইল সেকেন্ডারি স্কুল থেকে এসএসসি এবং এম সি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ২০০৪ সালে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে গণিতশাস্ত্রে ২য় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনের মতো শিক্ষকতাজীবনেও সাফল্যে ভরপুর অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের। ২৭ বছরের শিক্ষকতাজীবনে দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ৫২টি গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স ও সেমিনার এ অংশগ্রহন করেন এবং ৩৩টি গবেষণাকাজ উপস্থাপন করেছেন।

অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বাংলাদেশ স্ট‍্যাটিস্টিক‍্যাল এসোশিয়েশন, বাংলাদেশ এসোশিয়েশন ফর অ‍্যাডভান্সমেন্ট অব সায়েন্স, মৌলভীবাজার সমিতি এবং সেন্ট্রাল মুসলিম সাহিত‍্য সংসদের আজীবন সদস‍্য। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কৃতি সন্তান।

লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।এতে অনুভূতি প্রকাশ করেন উপাচার্য মহোদয়ের সহধর্মীনি মিসেস হাসিবা তাজ উদ্দিন।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য দেওয়ান সাকিব আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসির পক্ষে মো. রকিব উদ্দিন, মো. জালাল উদ্দিন, এনামুল হক মাক্কু এবং কামাল আহমেদ শিশু মিয়া উপস্থিত ছিলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা প্রদান করবেন উল্লেখ করে এতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন ড. মো. রেজাউল করিম।

এলাকাবাসির পক্ষ থেকে নবাগত উপাচার্যকে স্বাগত জানিয়ে তাঁকে সর্বাত্বক সহযোগিতা প্রদানে ঐক‍্যমত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন খাজাঞ্ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ‍্যাপক ডা. মো. আব্দুল মজিদ মিয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জিয়াউর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় কাজী মো. জাহিদ হাসান, ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ মোর্শেদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমদ এবং লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝