মুহাম্মদ নাছির উদ্দীন লোহাগাড়া চট্টগ্রাম
সারাদেশে আতংক ছড়িয়ে পড়ছে
রাসেল'স ভাইপা । চট্টগ্রামের লোহাগাড়ায় রাসেল'স ভাইপা সন্দেহে এ পর্যন্ত
তিনটি অজগর সাপকে মেরে ফেলেছে স্থানীয় এলাকাবাসীরা । তবে এগুলো কোন রাসেলস ভাইপা নয়, মুলত সাপগুলো অজগর সাপ। রাসেলস ভাইপা সন্দেহ লোহাগাড়া পুরো এলাকা জুড়ে ছড়িয়ে গেছে আতঙ্ক। আতংক না ছড়িয়ে জনসচেতনতা তৈরী করতে হবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য,প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
তিনি জানান, সাপ বিষধর হোক কিংবা বিষহীন হোক। সাপে কামড় দেওয়ার সাথে সাথে ওঝা বৈদ্য ও কবিরাজের কাছে না গিয়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করতে হবে। পুরো চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাপে কাটা রোগীদের জন্য যথেষ্ট অ্যান্টিভেনম মজুদ আছে। চট্টগ্রাম
জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন সব মিলিয়ে ৮০০ অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলে গনমাধ্যমকর্মীদেরকে জানিয়েছে।
ডাঃ মোহাম্মদ হানিফ আরও বলেন, কাউকে সাপে কামড় দিলে কোথাও না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন। লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় সাপে কাটা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভায়াল অ্যান্টিভেনম মজুদ রয়েছে।পরিসংখ্যান অনুসারে রাসেলস ভাইপার অস্থিস্ত
চট্টগ্রাম জেলাতে নেই বললেই চলে। তবে আমাদের সবাইকে সচেতনতা সৃষ্ঠি করতে হব। এক্ষেত্রে জনপ্রতিনিধি,সাংবাদিক,সুশীল সমাজ,শিক্ষক সমাজহ ও গন্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে জনসচেতনতা সৃষ্ঠি করতে হবে বলেও জানান।