.
মোস্তাক আহমেদ( বাবু)
স্টাফ রিপোর্টার।
রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়নে ১৫/১২/২০২৪ রবিবার বিকেল ৪ঘটিকায় বড় চওড়ায় শহীদ আবু সাঈদ স্মরণে পঞ্চম তম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়ঃ ফুটবল ট্রর্নামেন্টে যে দুইটি দল মোকাবেলা করছেন। সেই দুইটি দল হচ্ছে,আমার স্বপ্ন ফুট- বল একাডেমি,বনাম দুর্লভ ফুট বল একাডেমি,এই খেলায় ১৬টি টিমের মধ্যে,১৫টি,টিম খেলয় অংশ নিচ্ছে বলে জানা যায়। আজ বিকেলে ৪ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয, ইউনিয়নের বড় চওড়া মৌজায়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নুর আলম মাস্টার সাত দরগা বালিকা উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করেন,মোহাম্মদ আব্দুল লতিফ সরকার বিশিষ্ট মৎস্য খামারী দেওয়ানীপাড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জহুরুল ইসলাম, আখি টেলিকম সরদারগা বাজার,ও সাংবাদিক মোস্তাক আহমেদ (বাবু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ঐ সময় উপস্থিত ছিলেন।
ফুটবল খেলাটি পরিচালনা করেন,মোঃ নজরুল ইসলাম।
এ বিষয়ে এলাকাবাসী আনন্দ উল্লাসে মেতে ওঠেন,এবং কিশোরদের কে অনুপ্রেরণায় উদযাপিত করেন। এতে করে কিশোর গ্রুপ বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকবে বলে মন্তব্য করেন এলাকাবাসী।