1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ-দেউন্দি আঞ্চলিক সড়কের বেহাল দশা দেখার কেউ নেই ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

আজিজুর রহমান (চুনারুঘাট প্রতিনিধি)

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে দেউন্দি,শাকির মোহাম্মদ যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা। দেখার মতো যেন কেউ নেই যান চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। এই সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেই সড়ক ও জনপথ কর্তৃপক্ষের

শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদ নগর পয়েন্ট অতিক্রম করা এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে দক্ষিণ অঞ্চলে চলাচলের একমাত্র সড়ক। তাই এই সড়কটি দিয়ে মালবাহী পরিবহন সিএনজি, টমটম মাইক্রোবাস জিপিসহ ছোট বড় সব ধরণের যান চলাচল করে

শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, কাজীরগাঁও, নিশাপট, ফরিদপুর বরহমপুর ও চুনারুঘাট উপজেলার শানখলা, ইউনিয়নের শানখলা, গোঁড়ামী, দদিঘীরপাড়, মির্জাপুর শাকির মোহাম্মদ, মজলিস পুর, সাদেক পুর, শ্রীবাউর, ফান্দ্রাইল পাইকুড়া, লালচান, কালিনগর,মহিমাউড়া, পঞ্চাশ, দুবাড়িয়া-আলাপুর পাইকপাড়া ইউনিয়নের,দেউন্দি, বদরগাজী, কাঁঠাল বাড়ি, হলহলিয়া,বেঙ্গী এলাকার জনসাধারণ এই রাস্তা দিয়েই শায়েস্তাগঞ্জ শহরে এসে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

শায়েস্তাগঞ্জের দক্ষিনাঞ্চলের জনসাধারণের যাতায়াতের এই সড়কটির বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত ও খানাখন্দে হওয়ায় বৃষ্টি হলেই জলাব্ধতা দেখা দেয় ও স্থানে স্থানে পানি জমে থাকেযেন এক একটি পুকুর । যার জন্য যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হয়।

শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, শাকির মোহাম্মদ ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসা শানখলা উচ্চ বিদ্যালয় শানখলা মাদ্রাসা , পঞ্চাশ উচ্চ বিদ্যালয় & কলেজ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়েই যাতায়াত করেন।তা ছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ, সিলেট, ঢাকা যাতায়াতের জন্য একমাত্র সড়ক এটি।

এ অঞ্চলের কলেজ শিক্ষার্থীরা শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, জহুরচান বিবি মহিলা কলেজ এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে যাতায়াতে এই সড়কটি ব্যব্যহার করেন। একটু বৃষ্টি হলেই এই সড়কের স্থানে স্থানে পানি জমে থাকার কারণে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসা যাওয়া করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। অন্য দিকে বৃষ্টির দিনে ওই সব গর্তে জমে থাকা পানি যানবাহন চলাচলে ছিটিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীদের জামা কাপড় নষ্ট হয়।

এই সড়কের পাশেই রয়েছে শানখলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র শায়েস্তাগঞ্জ উপ স্বাস্থ্যকেন্দ্র। সড়কের বেহাল দশার কারণে এই হাসাপতালে রোগীরা আসতে পারছে না। যে কারণে রোগীদেরকে মহাসড়ক দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে যেতে হয়। তারপরও জীবনের ঝুকি নিয়ে দিনরাত যান চলাচল করছে এই সড়ক দিয়ে। এই সড়কের খানাখন্দের কারণে মালবাহী ট্রাক-ট্রাক্টর ইত্যাদি গর্তে আটকে যায়। যে কারণে তীব্র যানজট সৃষ্টি হয় এই সড়কে। যাত্রী চলাচলে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ।

এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন, কারণ এই সড়কের পাশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন হচ্ছে বিশেষ করে শায়েস্তাগঞ্জের দক্ষিনাঞ্চলের বিশাল জনগোষ্ঠি, ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রাণ আরএফ এল শত শত শ্রমিক চাবাগানগুলোর সুবিধার্থে সর্বস্তরের মানুষ এই দুর্ভোগ থেকে মুক্ত হতে চায়। এই রাস্তার সংষ্কার সর্বস্তরের জনসাধারণ প্রাণের দাবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝