1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

শিক্ষক ফেডারেশন  শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ০৪‌ ঘটিকায় উলিপুর আলিয়া মাদ্রাসা (হলরুম) সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া, বিভাগীয় সেক্রেটারি শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ কুড়িগ্রাম জেলা শাখা, বিশেষ অতিথি, আব্দুল জলিল সরকার সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা ।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। জাতি তাদেরকে আজীবন স্মরণ রাখবে। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাই তাদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর জোর দিতে হবে। তাহলে আমরা একটি সৎ, দক্ষ, আদর্শবান তরুণ প্রজন্ম উপহার দিতে পারব ।

প্রধান অতিথি বলেন, আমরা শান্তি চাই, আর এই শান্তি খুজঁতে গিয়ে নিজেরা নিজেদের মতো শিক্ষা ব্যবস্থা তৈরী করেছি। কিন্ত সে শিক্ষা ব্যবস্থা আমাদের শান্তি দিতে পারেনি। নৈতিকতা ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে মানবিক মানুষ তৈরী করতে হবে। এ জন্য শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা আপনাদের সন্তানকে ছাত্রকে নৈতিকতার শিক্ষা দিবেন। সকলে মিলে একসাথে এগিয়ে গেলে নৈতিক সমাজ তৈরী হবে।

প্রধান অতিথি আরো বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, এসবের জোর দাবি জানিয়ে, তিনি বলেন বিগত সরকারের সময়ে আমরা কোন দাবি তুলে ধরতে পারি নাই, এখন মুক্ত সময় এ সময় আমাদের দাবিগুলোকে তুলে ধরতে হবে । ১ হাজার টাকায় আমাদের বাড়িভাড়া কোথাও নাই, সরকার কিভাবে আমাদের ১০০০ টাকা বাড়ি ভাড়া দেয়, এখানেও বৈষম্য হয়েছে, এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে ।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া, বিভাগীয় সেক্রেটারি শিক্ষা ও সংস্কৃতিক বিভাগ কুড়িগ্রাম জেলা শাখা, আব্দুল জলিল সরকার, সহ অধ্যাপক অবসরপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ মশিউর রহমান উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখা, মাস্টার রুহুল আমিন সেক্রেটারি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা, ড. মুহাম্মদ মিনহাজুল ইসলাম সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা, মাহফুজুর রহমান সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝