আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।
শুভ শুভ শুভ দিন সিনইয়া আফরোজ সিন এর জন্ম দিন
পেছনে ফেলে দাও সব দুঃখ, ঝেড়ে নাও সকল অভিমানের বোঝা, আপনার জন্মদিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। Crime news পত্রিকার নিজস্ব রিপোর্টার আমার প্রিয় ভাই সাংবাদিক আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি,এর মেয়ের শুভ জন্মদিন।
হাটি হাটি পা পা করে ৫ টি বছর পেরিয়ে ৬ বছরে পা রাখায় crime news পত্রিকার ও আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলে তারা আমাদের আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন মামনী সিনইয়া আফরোজ সিন। আমার কাছে তুমি একজন ভালো বন্ধু।
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ আজকের দিনটায় তুমি জন্মে ছিলে। সেজন্য আবারো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিও নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও। শুভ জন্মদিন। শুভ হোক আগামীর পথচলা।
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং
জন্ম ১৯ সেপ্টেম্বর ২০১৮ ইং
রোজ বুধবার সময় ভোর ৫ ঘটিকা পিতা আব্দুস সামাদ মাতা মোছাঃ রুনা আক্তার
বড় বোন সাদিয়া আফরোজ সিমা দাদী মোছাঃ সুরতোন বেওয়া