তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
শ্রীম্ঙ্গল থানা পুলিশের এক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাহাব উদ্দিন (৩০) ও মোঃ মামন মিয়া(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৫ জুন ভোররাতে এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ০২ নং ভুনবীর ইউপির অন্তর্গত পশ্চিম আলীশারকুল গ্রামের আটককৃত মোঃ সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।
ঘটনাস্থলে আটককৃত সাহাব উদ্দিনের হেফাজত থেকে একটি নীল রংয়ের জিপার পলিব্যাগে রক্ষিত লালচে রংয়ের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ মামন মিয়ার হেফাজতে আরো ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মোঃ সাহাব উদ্দিন শ্রীমঙ্গল উপজেলার ০২ নং ভুনবীর ইউনিয়নের পশ্চিম আলীশারকুল গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে এবং মোঃ মামন মিয়া শ্রীমঙ্গল উপজেলার ০২ নং ভুনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামের মোঃ তুরাব মিয়ার ছেলে ।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।