1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

সড়ক সংস্কারের দাবিতে নলছিটিতে সড়ক অবরোধ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম (শফিক)

বিশেষ প্রতিনিধি:

সড়ক সংস্কারের দাবিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নলছিটি পৌরসভার খোজাখালি-পুলেরহাট সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনতা নলছিটি-বরিশাল সড়ক অবরোধ করে।

জানা যায় ২০২০ সালে এই সড়কের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ”।
খোজাখালি-পুলেরহাট সড়কটির ১৬৫০ মিটার রাস্তা আর সিসি নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ১কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
কিন্তু ঠিকাদারি এই প্রতিষ্ঠান প্রকল্পের মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ করে বাকি পুরো রাস্তাটি সংস্কার না করে কাজ বন্ধ করে রাখায় মারাত্মক জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে গত পাচ বছরে। অভিযোগ রয়েছে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না করেই সিংহভাগ বা পুরো বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ।

যদিও কাজ সম্পন্ন করার জন্য ২০২৫ সালের ৩০ জানুয়ারি এবং মার্চ মাসে নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান স্বাক্ষরিত দুই দফা চিঠি প্রদান করা হলেও তাতে সাড়া দেয়নি ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান।।সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পরছে যানবাহন,আহত হচ্ছেন যাত্রীরা।

ক্ষুব্ধ এলাকাবাসী এর আগে কয়েক বার মানববন্ধন করলেও প্রতিকার না পাওয়ায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ভ্যান, ইজিবাইক চালক এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে বেলা ১২ টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধ তুলে নেবার পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝