সম্প্রতি শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের বিচারের দাবিতে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক: সমাজে ধর্ষণের মত অপরাধ হঠাৎ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। বুধবার জাতীয় প্রেসক্লাবের সমানে সংগঠনের সাংবাদিক নেতারা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশ নেন সংগঠনের সভাপতি জফরুল আলম, সাধারণ সম্পাদক মাহামুদু সালেহীন , সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, কোষাধ্যক্ষ সুমন দত্ত, পাভেল, মাহাবুব কুতুব, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম প্রমুখ।
জাফরুল আলম বলেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম সব ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই সংগঠন আজ শিশু ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামীতে বাংলাদেশের কোথাও যেন শিশুরা ধর্ষণের শিকার না হয় এটাই দেশবাসীর কাছে দাবি। মাগুরার শিশু ধর্ষণের বিচার চান তিনি।
মাহামুদু সালেহীন বলেন, ধর্ষকের বিচার ট্রাইব্যুনালে করতে হবে। এজন্য আর দেরি নয়। সমাজে কখনও শিশুরা ধর্ষণের শিকার না হোন সবাইকে সেদিকে নজর দিতে হবে। সবাইকে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
আতিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনাগুলো এমন সংখ্যায় ঘটছে তা দেখে মনে হবে ধর্ষণ নাগরিক অধিকার। সমাজের এমন চিত্র তিনি আগে কখনও দেখেননি। তিনি মানুষের চিন্তা চেতনার বিকাশের আহবান জানান। ধর্ষণের বিচার না হওয়ার কারণে সমাজে এ ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ধর্ষণ প্রতিরোধ করতে হবে। ধর্ষকের বিচার দ্রুত হতে হবে। শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সুমন দত্ত বলেন, আমরা হতাশ হয়েছি যখন দেখি ধর্ষিতার ছবি আমাদের সাংবাদিক ভাইরা তাদের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। এটা সাংবাদিকতার রীতিনীতির বিরুদ্ধে। কখনও ধর্ষিতার পরিচয় ও তার ছবি প্রকাশ করা যাবে না।
এই নীতি আমাদের সকলের মানতে হবে। বরং ধর্ষকের ছবি বড় করে পত্রিকায় প্রকাশ করতে হবে। আর ধর্ষণের প্রতিটি বিচার দ্রুত করতে হবে। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে আইন প্রণয়নের জোর তাগিদ দেন।